জয়ে ফিরল চেলসি

মাথাভাঙ্গা মনিটর: এফসি বাসেলের কাছে উদ্বোধনী ম্যাচে হেরে রোমানিয়ার রাজধানী বুখারেস্টে জয়ের আশায় গিয়েছিলো চেলসি। গত মঙ্গলবার আশা পূরণ হয়েছে তাদের। রোমানিয়ান ক্লাব স্টুয়া বুখারেস্টের বিপক্ষে ৪-০ গোলের জয় পেয়েছে হোসে মরিনহো শিষ্যরা। দলকে জয়ে ফেরাতে জোড়া গোল করেছেন ৱ্যামিরেস। দুই অর্ধে একবার করে প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। গত বছর রোমানিয়ান চ্যাম্পিয়নদের কাছে লিগ কাপে ঘরের মাঠে হেরেছিলো ব্লুরা। সেই হারের জ্বালা ভালোভাবে মেটাল তারা। অবশ্য তারকা স্ট্রাইকার ফার্নান্দো তোরেসকে শুরুতেই হারাতে হয়েছে। মাত্র ১১ মিনিট খেলে হাঁটুতে প্রচণ্ড ব্যথা নিয়ে মাঠ ছেড়েছেন তিনি। স্প্যানিশ ফরোয়ার্ডকে ছাড়াই দারুণ দাপট দেখিয়েছে চেলসি। প্রথম গোলে কিছুটা অবদান রেখেছেন তার বদলি নামা স্যামুয়েল ইতো। তার পাস থেকে আন্দ্রে শ্যুরল বল পায়। সুযোগ বুঝে ৱ্যামিরেসের কাছে বল পাঠান তিনি। ২০ মিনিটের এ গোলের পর আরও আত্মবিশ্বাসী হয় ব্লুরা। ২-০ গোলে প্রথমার্ধের বিরতিতে যাওয়ার কথা ছিলো চেলসির। কিন্তু হুয়ান মাতার একটি পাস বেকুব বনে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন বুখারেস্টের ড্যানিয়েল জর্জিওভস্কি। ৩-০ গোলে বিরতিতে যায় ব্লুরা।

ব্লুদের চতুর্থ গোলটি আসে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের পা থেকে। প্রথম জয়ে তিন পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপে তিন নম্বরে মরিনহোর দল। একই গ্রুপে বাসেলের মাঠে ১-০ গোলে জিতেছে শ্যালকে। দু জয়ে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। তিন পয়েন্টে দুইয়ে বাসেল।