জয়ের জন্য শেষ দিনে অস্ট্রেলিয়া

মাথাভাঙ্গা মনিটর: সিরিজ বাঁচাতে পার্থ টেস্টের শেষ দিনে ইংল্যান্ডকে জয়ের জন্য করতে হবে ৫ উইকেটে ২৫৩ রান। আর ড্র করতে হলে খেলতে হবে পুরোটা দিন। অ্যাশেজের তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ৫০৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ উইকেটে হারিয়ে ২৫১ রান করে চতুর্থ দিন শেষ করেছে ইংল্যান্ড। মূলত; এতে ম্যাচ ও সিরিজ জয় দেখছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ২৩৫ রান নিয়ে আজকের চতুর্থ দিনে ব্যাট করতে নামে। শেষ পর্যন্ত তারা ৬ উইকেটে ৩৬৯ রান করে ইনিংস ঘোষণা করে। এতে তাদের লিড দাঁড়ায় ৫০৪ রান। এ রানের জবাব দিতে গিয়ে রায়ান হ্যারিসের করা ইনিংসের প্রথম বলেই ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক কোনো রান না করেই বোল্ড হয়ে ফেরেন। শুরুর বিপর্যয় কাটিয়ে উঠতে না পেরে সফরকারীরা এক সময় ৭৬ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে ফেলে। টেস্টের ভাগ্য তখন চতুর্থ দিনেই নিশ্চিত হবে এমন একটা অবস্থা বিরাজ করছিলো। কিন্তু পঞ্চম উইকেটে মাটি কামড়ে থাকেন ইয়ান বেল ও বেন স্টোকস। তারা ৯৯ রানরে জুটি গড়ে অস্ট্রেলিয়ার জয়োৎসব টেস্টের শেষ দিন পর্যন্ত বিলম্বিত করেন। বেল ৬০ রানে ফিরে গেলেও বেন স্টোকস ৭২ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। সাথে ৭ রানে অপরাজিত আছেন ম্যাট প্রিয়র। আর ইংল্যান্ডর সংগ্রহ ৫ উইকেটে ২৫১ রান।