জুভেন্টাসের বিপক্ষে পরীক্ষা দিতে প্রস্তুত বার্সা: মেসি

মাথাভাঙ্গা মনিটর: আগামী ৭ জুন উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে মুখোমুখি হবে স্প্যানিস ক্লাব বার্সেলোনা ও ইতালির জুভেন্টাস।চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে দুদলই সমানে-সমান মন্তব্য করে বার্সার তারকা খেলোয়াড় লিওনেল মেসি বলেন, ফাইনালে যেকোন কিছুই ঘটতে পারে। ওই ম্যাচে দুদলই সমান-সমান। মেসি বলেন, জুভেন্টাসের বিপক্ষে বার্সেলোনাকে কঠিন পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষা দেয়ার জন্য পুরোপুরি প্রস্তুত বার্সাও। বায়ার্ন মিউনিখের মতো দলকে সহজে হারিয়ে ফাইনালে উঠে বার্সেলোনা। দুলেগ মিলিয়ে ৫-৩ গোলে জিতে ফাইনালে নাম লেখায় বার্সা।

অন্যদিকে, রিয়াল মাদ্রিদকে ২-৩ গোলে হারিয়ে ফাইনালে বার্সার প্রতিপক্ষ হয় জুভেন্টাস। দুই সেমিফাইনালের চার লেগ বিচার বিশ্লেষণে এনে বিশেষজ্ঞরা অনেকেই মানছেন চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে স্পষ্টভাবে ফেভারিট বার্সেলোনা। ২০০৩ সালের পর আবারো চ্যাম্পিয়ন্স লীগে ফাইনালে ওঠে জুভেন্টাস। তাই এবারের আসরে শিরোপা জয়ের জন্য দলের সেরা তারকা আর্জেন্টিনার কার্লোস তেভেজের দিকে তাকিয়ে আছে জুভেন্টাস। বার্সেলোনার মাথার ব্যাথার প্রধান কারণও হতে পারেন তেভেজ। তাই তেভেজকে সমীহ করছেন মেসি নিজেও। এ বিষয়ে তিনি বলেন, তেভেজ দারুণ এক খেলোয়াড়। যে কোন সময় খেলার চিত্র পাল্টে দিতে পারে সে। তার প্রতি আমাদের নজর থাকবে।