জীবননগর ধোপাখালীতে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্ট সংঘর্ষে পণ্ড

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালীতে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টে ফাউল করাকে কেন্দ্র করে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে মনোহরপুর ফুটবল একাদশের ৩ জন খেলোয়াড় আহত হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদেরকে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে ধোপাখালী হাইস্কুলে মাঠে খেলা চলাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরবর্তীতে উপস্থিত দর্শকদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে ভয়াবহ রূপ নেয়। একপর্যায়ে খেলা বন্ধ হলে গেলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ফুটবল টুর্নামেন্টটি পণ্ড হয়েছে বলে জানা গেছে।
মনোহরপুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। গত শুক্রবার এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ ইউনিয়নের বিভিন্ন দল এ খেলায় অংশগ্রহণ করছে। গতকাল মনোহরপুর একাদশ ও মাধবখালী-রাজাপুর একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলা চলাকালে মনোহরপুরের এক খেলোয়াড়ের ফাউল করাকে কেন্দ্র করে এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে বলে জানা গেছে।