জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম টেস্টে বাংলাদেশের জয়

স্টাফ রিপোর্টার: দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়েকে ১১৪ রানে অলআউটের পর মনে হয়েছিল বাংলাদেশ হেসেখেলেই জিতবে। কিন্তু ম্যাচ জিততে ঘাম ঝরাতে হয় টাইগারদের। কোনো রান না করেই টপঅর্ডারের ৩ উইকেট হারানো বাংলাদেশকে এক পর্যায়ে মনে হয়েছিলো জেতা ম্যাচ হেরে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু এ আশঙ্কা মিথ্যা প্রমাণিত করে ৩ উইকেটে জিতে বীরের বেশেই মাঠ ছাড়লেন মুশফিক-তাইজুল। টেস্টে এটি ছিলো বাংলাদেশের ৫ম জয়। মিরপুরে প্রথম টেস্টের তৃতীয় দিনে জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসে ১১৪ রানে অলআউট করার পর বাংলাদেশের টার্গেট দাঁড়ায় মাত্র ১০২ রান। হেসে খেলেই এ ম্যাচ জিতবে বাংলাদেশ এমন প্রত্যাশাই ছিলো দেশের ক্রীড়ামোদিদের। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কোনো রান না করেই মূল্যবান ৩ উইকেট হারিয়ে ফেললে চ্যালেঞ্জে পড়ে যায় স্বাগতিকরা। কিন্তু সাকিব আর মাহমুদুল্লার জুটিতে পরিস্থিতি সামলে নেয় বাংলাদেশ। পরে সাকিব আউট হলেও মুশফিক-মাহমুদুল্লাহ রানের চাকা এগিয়ে নিতে থাকেন। তখন মনে হয়েছিলো, সময় যতোই গড়াচ্ছে ম্যাচ ততোই বাংলাদেশের পক্ষে হেলে পড়েছে। কিন্তু মাহমুদুল্লাহ ও শুভাগত হোম একই ওভারে আউট হলে আবারো বাংলাদেশ শিবিরে আশঙ্কা দেখা দেয়। পরে শাহাদত-মুশফিক দলের হাল ধরেন।ব্যক্তিগত ১১রান করে ইনিংসের একমাত্র ছক্কাধারী শাহাদত প্যাভিলিয়নের পথ ধরার পর ক্রিজে আসেন তাইজুল। দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের পক্ষে চিগাম্বুরা এ পর্যন্ত একাই পেয়েছেন ৪টি উইকেট। মুশফিক করেন অপরাজিত ২৩ আর তাইজুল করেন হার না মানা ১৫ রান। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন জিম্বাবুয়ের ইনিংসে ৮ উইকেট শিকারী লেগ স্পিনার তাইজুল ইসলাম।
এদিকে ইনিংসের শুরুতে দলীয় স্কোরবোর্ডে কোন রান জমা না করতেই প্যাভেলিয়নে ফিরে গেছে প্রথম তিন ব্যাটসম্যান তামিম ইকবাল, শামসুর রহমান ও মমিনুল হক। এর আগে স্পিনার তাইজুলের ঘুর্ণির আঘাতে বিধ্বস্ত হয় জিম্বাবুয়ে। মাত্র ৩৫.৫ ওভার বল খেলে ১১৪ রানে গুটিয়ে যায় সফরকারীরা। তাইজুল একাই নেন ৮ উইকেট। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ৭ উইকেটে ৯৪ রান।