জিম্বাবুয়েকে দক্ষিণ আফ্রিকা সাহায্য করছে না: এনটিনি

মাথাভাঙ্গা মনিটর: জিম্বাবুয়ে দলের কোচ মাখায়া এনটিনির মতে প্রতিবেশী দেশটিকে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) কোনো সাহায্য করছে না। চার মাস বোলিং কোচের দায়িত্ব পালন শেষে মাত্রই জিম্বাবুয়ে ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব নেন এনটিনি।

দক্ষিণ আফ্রিকার সাবেক ফাস্ট বোলার এনটিনি বলেন, ধুকতে থাকা প্রতিবেশী দেশগুলোর প্রতি একচোখা নীতি অবলম্বন করছে সিএসএ। তিনি বলেন, এখানে আসার পর আমি প্রথম যে বিষয়টি জানতে চেয়েছিলাম তা হলো- সিএসএ কি সাহায্য করছে। দক্ষিণ আফ্রিকা দল এখানে আসতে খুব একটা ইচ্ছুক নয় এবং জিম্বাবুয়েকে সাথে নিয়ে তারা খুব বেশি কিছু করতে চায় না। এখানে এসে এমনটা শোনা দুঃখজনক। এমনকি দু বছর আগে জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়াকে নিয়ে জিম্বাবুয়ের মাটিতে একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলতেও রাজি ছিলো না দক্ষিণ আফ্রিকা। স্টেফেন ম্যাঙ্গোঙ্গো ও ডেভ হোয়াটমোরের পর গত দু বছরে জিম্বাবুয়ের তৃতীয় কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন এনটিনি। সাবেক প্রোটিয়াস সতীর্থ ল্যান্স ক্লুজনারকে সাথে নিয়ে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ এনটিনি তারুণ্যনির্ভর জিম্বাবুয়ে দলের স্পিরিট জাগিয়ে তুলতে চান। তবে কৃষ্ণাঙ্গ হওয়ায় জিম্বাবুয়ের সাথে কাজ করাটা তার জন্য সহায়ক হবে বলে উল্লেখ করেন এনটিনি।