জিতেই চলেছে বার্সেলোনা

মাথাভাঙ্গা মনিটর: লা লিগায় জেরার্ডো মার্তিনোর বার্সেলোনা জিতেই চলেছে। গত মঙ্গলবার ন্যু ক্যাম্পে ষষ্ঠ ম্যাচেও জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৪-১ গোলের এই জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। লিগের পাঁচ ম্যাচ চলে গেলেও গোলের দেখা পাচ্ছিলেন না বার্সার ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার। গত ম্যাচ শেষে জানিয়েছিলেন গোল আসবে। কথা রেখেছেন নেইমার। মাত্র পাঁচ মিনিটের মাথায় লিগে নিজের প্রথম গোল করে দলকে এগিয়ে দেন তিনি।

তিন মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন লিওনেল মেসি। এ নিয়ে লিগে সর্বাধিক সাত গোল করলেন আর্জেন্টাইন তারকা। ২৩ মিনিটে সার্জিও বুসকেটসের গোলে প্রথমার্ধ ৩-০ ব্যবধানে শেষ করে বার্সা। দ্বিতীয়ার্ধে ৬৪ মিনিটে দে লা বেয়া একটি গোল শোধ দেয় বার্সাকে। তবে খেলা শেষ হওয়ার ১৩ মিনিট আগে মেসির বানিয়ে দেয়া বলে মার্ক বারত্রা দলের চতুর্থ গোলটি করেন।

এক ম্যাচ কম খেলে ১৫ পয়েন্টে দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ পরের ম্যাচে ঘরের মাঠে স্বাগত জানাবে ওসাসুনাকে।