জামিনে মুক্তি পেলেন ফিফার সাবেক সহসভাপতি

মাথাভাঙ্গা মনিটর: আত্মসমপর্ণের পর জামিনে ছাড়া পেলেন ফিফার সাবেক ভাইস প্রেসিডেন্ট জ্যাক ওয়ার্নার। যুক্তরাষ্ট্রের অনুরোধে ত্রিনিদাদের পুলিশ তাকে গ্রেফতার করে গত বুধবার রাতে। কিন্তু তিনি পরদিন নিজেই আদালতে যান। আন্তর্জাতিক ফুটবলে তিনিসহ ১৩ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে মামলা হয় যুক্তরাষ্ট্রে। ওয়ার্নার তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন শিগগিরই এটা ভুল প্রমাণিত হবে। প্রায় চার লাখ ডলার মুচলেকা দিয়ে জামিন পান তিনি। ১২ জুলাই তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়। ত্রিনিদাদ ও টোবাগোর সাবেক নিরাপত্তা মন্ত্রী ওয়ার্নার এখন বিরোধীদলের সদস্য। ২০১১ সালে ঘুষ কেলেঙ্কারির অভিযোগে ফিফা থেকে তাকে অপসারণ করা হয়।