চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবে ভারত : দল ঘোষণা আজ

মাথাভাঙ্গা মনিটর: ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এজন্য আজ সোমবার দল ঘোষণা করবে দেশটি। গতকাল রোববার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এপ্রিলে আইসিসির বোর্ড মিটিং শেষে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণ ও দল ঘোষণা নিয়ে গড়িমশি শুরু করে ভারত। টুর্নামেন্টে অন্যরা দল ঘোষণা করলেও ভারত দেরি করায় সংশয় তৈরি হয়েছিলো। তবে বোর্ড মিটিং শেষে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়ায় সেই সংশয় দূর হলো।

আইসিসির সঙ্গে নতুন অর্থনৈতিক মডেল নিয়ে বিসিসিআইয়ের মতবিরোধের ফলে নির্ধারিত সময়ে চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেনি ভারত।  তখন থেকেই গুঞ্জন ছড়িয়ে পড়ে, চ্যাম্পিয়নস ট্রফি বয়কটও করতে পারে ভারত। তাই নির্ধারিত সময় ২৫ এপ্রিলের মধ্যে দল ঘোষণা করেনি তারা।

চ্যাম্পিয়নস ট্রফির দিল ঘোষণা করতে গত বৃহস্পতিবার বিসিসিআইকে নির্দেশ দেয় সু্প্রিম কোর্ট মনোনীত অন্তবর্তীকালীন প্রশাসন কমিটি (সিওএ)। তার আগে সিওএ বিসিসিআইকে এটাও সতর্ক করে দেয় যে, চ্যাম্পিয়নস ট্রফি বয়কট করলে ভারত ২০২৩ সাল পর্যন্ত আইসিসির আর কোনো ইভেন্টে অংশ নিতে পারবে না। ওই নির্দেশের পর আজ পূর্বঘোষিত সাধারণ সভায় চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সিদ্ধান্ত নেয় ভারত।