চেলসিকে সরিয়ে শীর্ষে আর্সেনাল

মাথাভাঙ্গা মনিটর: দ্বিতীয় গোলদাতা ম্যার্টেসাকারকে জিরুদ ও কোসচিয়েলনির অভিনন্দন। স্টোক সিটিকে ৩-১ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) চেলসিকে পেছনে ফেলে শীর্ষে উঠে গেছে আর্সেনাল। আর্সেন ভেঙ্গারের দলের এটি টানা চতুর্থ জয়। অ্যাস্টন ভিলার কাছে হার দিয়ে লিগ শুরু করা আর্সেনালের পাঁচ ম্যাচ থেকে সংগ্রহ ১২ পয়েন্ট। ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের তিনটি গোলেই বড় অবদান নবাগত জার্মান মিডফিল্ডার মেসুত ওজিলের। পঞ্চম মিনিটে ওজিলের দারুণ এক ফ্রি-কিক থেকে ছোট ডি-বক্সের ভেতরে বল পেয়ে লক্ষ্যভেদ করেন ওয়েলসের মিডফিল্ডার অ্যারন রামজে।

তবে ২৬ মিনিটে মার্কিন ডিফেন্ডার জিওফ ক্যামেরুন সমতায় ফেরান অতিথি দলকে। ১০ মিনিট পরই অবশ্য আবার এগিয়ে যায় ‘গানার্স’ নামে পরিচিত আর্সেনাল। ওজিলের ক্রসে হেড করে গোল করেন তারই স্বদেশের ডিফেন্ডার পিয়ার ম্যার্টেসাকার। ৭২ মিনিটে আবার ওজিলের ক্রস এবং আর্সেনালের লক্ষ্যভেদ। এবার ফরাসি ডিফেন্ডার ব্যাকারি সাইনার হেড জয় নিশ্চিত করে দেয় স্বাগতিকদের। ইপিএলের অন্য ম্যাচে সোয়ানসি সিটি ২-০ গোলে নবাগত ক্রিস্টাল প্যালেসকে হারিয়েছে।