চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে একাডেমি কাপ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন

বৃষ্টি বিঘ্নিত উদ্বোধনী দিনে পয়েন্ট ভাগাভাগি

ইসলাম রকিব: চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে একাডেমি কাপ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করলেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও চুয়াডঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় জাফরপুর নতুন স্টেডিয়ামে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিগণ। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন, আজকের নতুন প্রজন্মের ক্রিকেটাররা বাংলাদেশ জাতীয় দলের ভবিষ্যত কর্ণধর। তোমাদের মধ্যেই লুকিয়ে আছে মাশরাফি, সাকিব, তামিমরা। তাদের পদাঙ্ক অনুস্মরণ করে বাংলাদেশ ক্রিকেটকে আরো এগিয়ে নিতে হবে। সেই প্রত্যয়ে তোমাদের মনোযোগ সহকারে ক্রিকেট অনুশীলন করতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, জেলা ক্রীড়া সংস্থার যুগ্মসম্পাদক টুটুল মোল্লা, নির্বাহী সদস্য যুগ্ম সোহেল আকরাম, হাফিজুর রহমান, মেহরুল্লাহ মিলু, নাবিলা ছন্দা, রোজিনা আক্তার সাথি, ব্যাডমিন্টন  খেলোয়াড় রোকনুজ্জামান প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন আম্পায়ার আব্দুল মালেক, ইমরান হোসাইন, মাহফুজ মামুন, দেলোয়ার হোসেন দিলু ও স্কোরার আজিম।

বৃষ্টি বিঘ্নিত উদ্বোধনী দিনে মাথাভাঙ্গা ক্রিকেট একাডেমি ও চুয়াডাঙ্গা ক্রিকেট একাডেমির মধ্যকার খেলা অনুষ্ঠিত না হওয়ায় বাইলজ অনুযায়ী পয়েন্ট ভাগাভাগি করা হয়। উভয় দল ১-১ করে পয়েন্ট লাভ করে।

আজ একই মাঠে দুটি খেলা অনুষ্ঠিত হবে। প্রথম খেলায় উল্কা ক্রিকেট একাডেমি মুখোমুখি হবে ইএন ক্রিকেট একাডেমির বিপক্ষে এবং দ্বিতীয় খেলায় চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমি মুখোমুখি হবে আলমডাঙ্গা ক্রিকেট একাডেমির বিপক্ষে।