চুয়াডাঙ্গা একাডেমির ২০০৪ সালের এসএসসি ব্যাজ প্রীতি ক্রিকেট ম্যাচে জয়ী

 

ক্রীড়া প্রতিবেদক: চুয়াডাঙ্গা একাডেমির ২০০৪ সালের এসএসসি ব্যাজ প্রীতি ক্রিকেট ম্যাচে ১০ রানে পরাজিত করেছে ২০১৩ সালের এসএসসি ব্যাজকে। গতকাল শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা সরকারি কলেজমাঠে আয়োজিত ম্যাচে টসজিতে ২০০৪ ব্যাজের দলনায়ক মারুফ ব্যাটিং করার সিন্ধান্ত নিয়ে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৪৯ রান সংগ্রহ করে।

জবাবে ২০১৩ ব্যাজ ১৩৯ রানে আল আউট হয়। ফলে ২০০৪ সালের এসএসসি ব্যাজ তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে ১০ রানে জয়লাভ করে। বিজয়ী দলের পক্ষে ৭টি ছয় ও ২টি চারের মারের সাহায্যে বড় ইমরান ৬৪, সুমিত ৩৪, জুয়েল ১১, মুক্ত ১০ রান করে। এ ছাড়া মানিক ৩টি, কালো ইমরান ২টি, সোহাগ, বিঞ্জু, রানা, মিজানুর ও অপু ১টি করে উইকেট দখল করে। বিজয়ী দলের কোচ ছিলেন নাইম আহম্মেদ বাপ্পী ও ম্যানেজার ছিলেন রোকনুজ্জামান মিয়া। প্রতিযোগিতা শেষে উভয় দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির পরিচালক সাংবাদিক ইসলাম রকিব। খেলাটি পরিচালনা করেন রিপন ও রাসেল।