চুয়াডাঙ্গায় ৪২তম আন্তঃস্কুল-মাদরাসা গ্রীষ্মকালীন হ্যান্ডবলে নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

 

ক্রীড়া প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ৪২তম আন্তঃস্কুল-মাদরাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চুয়াডাঙ্গা জেলা পর্যায়ের হ্যান্ডবলে নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল শনিবার বিকেল ৩টায় চুয়াডাঙ্গা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রতিনিধিত্বকারী নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় ১১-৯ গোলে দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। প্রথম সেমিফাইনালে দামুড়হুদা উপজেলা দল ১৯-৬ গোলে জীবননগর উপজেলার শাপলাকলি মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। দ্বিতীয় সেমিফাইনালে আলমডাঙ্গা উপজেলা দল মাঠে না আসায় সদর উপজেলা দল ওয়াকওভার লাভ করে ফাইনালে উন্নীত হয়।

এদিকে বালিকা ফুটবলেও আলমডাঙ্গা উপজেলা দল মাঠে না হাজির হওয়ায় সদর উপজেলার খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয় দল ওয়াকভার লাভ করে এবং দামুড়হুদা উপজেলার কলাবাড়ি-রামনগর মাধ্যমিক ১-০ গোলে জীবননগর উপজেলা দলকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। খেলাটি পরিচালনা করেন ওবাইদুল হক জোয়ার্দ্দার, ইসলাম রকিব, ফজলুল হক ও হাফিজুর রহমান। আজ একই মাঠে কাবাডি (বালক) ইভেন্টে চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রতিনিধিত্বকারী চুয়াডাঙ্গা ফাজিল মাদরাসা মুখোমুখি হবে আলমডাঙ্গা উপজেলা দলের সাথে। আলমডাঙ্গা উপজেলা থেকে জেলা পর্যায়ের খেলায় অংশগ্রহণ করতে বালক হ্যান্ডবল দল, বালিকা ফুটবল দল ও বালিকা কাবাডি দল না আসার কারণ সম্পর্কে আলমডাঙ্গা উপজেলা শিক্ষা অফিসারের নিকট জানতে চাওয়া হলে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।