চুয়াডাঙ্গায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী দিনে ভি.জে স্কুলকে হারিয়ে চুয়াডাঙ্গা ফাজিল মাদরাসার জয়লাভ

ক্রীড়া প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ৪৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী দিনে গতকাল মঙ্গলবার ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চুয়াডাঙ্গা রেলবাজার ফাজিল মাদরাসা জয়লাভ করেছে। প্রতিযোগিতার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা শিক্ষা অফিসার আ. মতিন। উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ খালিদ সাইফুল্লাহ, ক্রীড়াবিদ ওবাইদুল হক জোর্য়াদ্দার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, শেখ রাসেল ক্রীড়াচক্র ও নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমীর কোচ সাইফ রাসেল, জেলা আম্পায়ার কমিটির সাধারণ সম্পাদক আ. সালাম, ক্রিকেটার ইমরান, মোখলেছুর রহমান গুট্টু প্রমুখ। চুয়াডাঙ্গা স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় টসে জয়লাভ করে ফাজিল মাদরাসা প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করে। জবাবে ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় ৯৬ রানে অলআউট হয়। ফলে ৫ রানে জয়লাভ করে ফাজিল মাদরাসা শুভ সুচনা করে। বিজয়ী দলের উদ্বোধনী খেলোয়াড় ৪২ রান ও ১ উইকেট দখল করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়।

চুয়াডাঙ্গা ফাজিল মাদরাসা ক্রিকেট দলের কোচ ছিলেন মাদরাসা ক্রীড়া শিক্ষক নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমীর পরিচালক রকিবুল ইসলাম।  দিনের অপর খেলায় চুয়াডাঙ্গা একাডেমীকে ২৫ রানে হারায় সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়। সীমান্ত মাধ্যমিক বিদ্যালয় প্রথমে ব্যাটিং করে ১৪৯ রান সংগ্রহ করে । জবাবে চুয়াডাঙ্গা একাডেমী ১২৪ রানে অল আউট হয়। গতকালের খেলা ২টি পরিচালনা করেন  মামুন, মনি ও মকলেছুর রহমান।