চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত ফুটবল টুর্নামেন্টটি গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা পুরোনো স্টেডিয়ামে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ প্রথমে বেলুন উড়িয়ে ও পরে ক্ষুদে খেলোয়াড়দের সাথে পরিচিতির মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী দিনের চারটি খেলা সকাল ১০টায় অনুষ্ঠিত। প্রথম খেলায় জীবননগরের ধান্যখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের রিতা খেলার প্রথমার্ধের ১১ মিনিটে গোল করে। অপর খেলায় আলমডাঙ্গার চিৎলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে আন্দুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের রায়হান প্রথমার্ধের ১০ সেকেন্ডে জয়সূচক গোলটি করে। একই দিনের অপর খেলা বেলা ৩টায় শুরু হয়। দামুড়হুদার মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে চুয়াডাঙ্গা হাজরাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের শুরভি প্রথমার্ধের ১৫ মিনিটে ও সাদিয়া দ্বিতীয়ার্ধের ৯ মিনিটে গোল দুটি করে। দিনের শেষ খেলায় রেলবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে কার্পাসডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের রিফাত প্রথমার্ধের ৫ মিনিটে ও দ্বিতীয়ার্ধের ১৪ মিনিটে কবীর দলের পক্ষে জয়সূচক গোল দুটি করে বিজয় ছিনিয়ে নেয়। উদ্বোধনী খেলায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল রাজ্জাক। খেলা পরিচালনা করেন, ইখতিয়ার আহমেদ, নাজমুল হক শান্তি, আজিজুল হক শীল, হাফিজুর রহমান হাফিজ ও রেজাউল হক রিজু। খেলায় মেডিকেল টিমের দায়িত্বে ছিলেন ডা. হারন-অর-রশিদ পলাশ। ধারা বর্ণনায় ছিলেন শাহনাজ ফারুক ও গোলাম মোস্তফা।