চুয়াডাঙ্গায় প্রথম বিভাগ ফুটবল লীগের প্রস্তুতি সম্পন্ন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায়  প্রথম বিভাগ ফুটবল লিগের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার দুপুরে চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) আয়োজনে প্রথম বিভাগ ফুটবল ক্লাবের কর্মকর্তাদের নিয়ে এ প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। ডিএফএ’র সভাপতি রফিকুল ইসলাম লাড্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বেশ কিছু সিদ্ধান্ত উন্মুক্ত আলোচনার মাধ্যমে গৃহীত হয়। এ মরসুমের প্রথম বিভাগ ফুটবল লিগে জেলার ৩০ জন খেলোয়াড়কে পুল ভুক্ত করা হয়েছে। এ পুল থেকে প্রতিটি দল সর্বোচ্চ ৪ জন করে খেলোয়াড়ার নিতে পারবে। এছাড়া জেলার বাইরে থেকে ৫ জন করে খেলোয়াড়ার প্রতিটি দলে অংশ গ্রহন করতে পারবে। প্রতিটি দল ২৫ জনখেলোয়াড় রেজিস্ট্রেশন করাতে পারবে। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ডিএফএর’র নির্বাহী সদস্য হামিদুর রহমান সন্টু,জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মজিবুল হক মালিক মজু, ওবাইদুল হক জোয়ার্দ্দার, ফজলুল হক মালিক লোটন, শহিদুল কদর জোয়ার্দ্দার, মহসীন রেজা, হাফিজুর রহমান হাপু, নুরুন্নাহার কাকুলী প্রমুখ।

আলোচনা শেষে লটারির মাধ্যমে ১০টি দলকে ‘এ’ ও ‘বি’ দুটি গ্রুপে বিভক্ত করা হয়। ‘এ’ গ্রুপে রয়েছে একেসি, রেলপাড়া তানজিম স্মুতি ক্লাব, মর্নিংস্টার ক্লাব, উদ্দীপন ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। ‘বি’ গ্রুপে রয়েছে শেখ রাসেল ক্রীড়াচক্র, শুভসকাল, ইমা স্পোর্টিং ক্লাব, শহীদ রবিউল স্মৃতি ক্লাব ও শেখ মনি।