চুয়াডাঙ্গার খেলাধুলা উন্নয়নের জন্য ৪ লাখ ১৯ হাজার ৯৪০ টাকা প্রদান করলো চুয়াডাঙ্গা ক্রীড়া উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার: ৪ লাখ ১৯ হাজার ৯৪০ টাকার চেক প্রদান করলো চুয়াডাঙ্গা ক্রীড়া উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ। গতকাল সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ টাকার চেক হস্তান্তর করা হয়। টাকার চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ক্রীড়া উন্নয়ন সংস্থার সভাপতি এসএম ই¯্রাফিল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বদা, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান লাভলু, সদস্য আব্দুস সালাম ও ইউসুপ আলী। চলমান জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে আর্থিক সহায়তা প্রদানে ৩ লাখ ৫০ হাজার টাকা জেলা প্রশাসন চত্বরের টেনিস কোর্টের উন্নয়ন বাবদ ৬০ হাজার টাকা, অসুস্থ ক্রীড়া সংগঠক দামুড়হুদার ইউসুপ আলীর চিকিৎসা বাবদ ৯ হাজার টাকা ও অন্যান্য বাবদ ৯শ ৪০ টাকা প্রদান করা হয়। টাকার চেকটি গ্রহণ করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক।
উল্লেখ্য গত ১৯ অক্টোবর জেলা ক্রীড়া উন্নয়ন সংস্থা, চুয়াডাঙ্গার কার্যনির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক চলমান জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বাস্তবায়নে সহযোগিতা করার জন্য ৩ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়। এর আগে গত সেপ্টেম্বর মাসে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতিসভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে এ টাকা দেয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। চেক হস্তান্তর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জিয়াউদ্দীন আহমেদ, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু ও অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুর রাজ্জাক।