চিলিকে হারিয়ে বি গ্রুপের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস

 

স্টাফ রিপোর্টার: গতবারের চ্যাম্পিয়ন গ্রুপ পর্বের শেষ খেলায় গোলে জয় পেয়েও ফিরতে হচ্ছে দেশে। আর রানার আপ নেদারল্যান্ড চিলিকে ২ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়নেল গৌরব নিয়ে দ্বিতীয় পর্বে। চিলি গতরাতের খেলায় হারলেও পূর্বেই দ্বিতীয় পর্বে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে রাখায় তাদের দুশ্চিন্তা নিয়ে খেলতে হয়নি।

‘বি’ গ্রুপের ভাগ্য নির্ধারণ অনেক আগেই হয়ে গেছে। বাঁকি ছিলো গ্রুপ চ্যাম্পিয়ননির্বাচন। সেই দৌঁড়ে চিলিকে পেছনে ফেলে এগিয়ে গেলো নেদারল্যান্ডস। গ্রুপপর্বের ৩টি ম্যাচ জিতে দাপটের সাথেই দ্বিতীয় পর্বে পাঁ রাখলো ডাচরা।অন্যদিকে চিলিও দ্বিতীয় পর্বের টিকিট আগেই পেয়েছিলো। খেলার ৭৭ মিনিটে গোল করে নেদারল্যান্ডসকে এগিয়েনেন লিরই ফার। ৯০ মিনিটে ডিপাইয়ের গোলে জয় নিশ্চিত করে তারা।এদিকে ‘বি’ গ্রুপের রানারআপটিমকে দ্বিতীয় পর্বে সম্ভবত স্বাগতিক ব্রাজিলের মোকাবেলা করতে হবে। কারণ এগ্রুপে চ্যাম্পিয়ন হওয়ার দৌঁড়ে এগিয়ে আছে ব্রাজিল।

প্রথমার্ধেরখেলা নিজেদের নিয়ন্ত্রণেই রেখেছিলো চিলি। তবে নেদারল্যান্ডস তাদের তুলনাবেশি গোলের সুযোগ সৃষ্টি করতে সক্ষম হয়। চিলির মাঠের দখল ছিলো ৭৩%।গতবারের রানার্স আপ টানা তিন খেলায় জিতে গ্রুপেরশীর্ষে আর চ্যাম্পিয়ন স্পেন একমাত্র জয় নিয়ে ফিরে যাচ্ছে দেশে।নেদারল্যান্ডসের পক্ষে গোল দুটি করেন দু বদলি খেলোয়াড় লেরয় ফার ৭৭ মিনিটেআর ডিপে ৯০ মিনিটের সময়। অপর ম্যাচে স্পেন অস্ট্রেলিয়াকে ৩-০ গোলে হারায় স্পেন। স্পেনের পক্ষে গোল তিনটি করেন ডেভিড ভিয়াপ্রথমার্ধে আর দ্বিতীয়ার্ধে ফান্দ্রান্দো তোরেস ও হুয়ান মাতা।