চলে গেলেন সিজার মালদিনি

 

মাথাভাঙ্গা মনিটর: ক্রুইফের প্রয়াণের ১০ দিনের ব্যবধানে আরেক কিংবদন্তীকে হারালো ফুটবলবিশ্ব। ৮৪ বছর বয়সে না ফেরার দেশে চলে গেছেন ইতালিয়ান গ্রেট সিজার মালদিনি। গতকাল রোববার রোববার বার্ধক্যজনিত কারণে ইতালিতেই মৃত্যুবরণ করেছেন তিনি। তার হাত ধরেই এসি মিলান পেয়েছিলো প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। শুধু তাই নয়, আরেক কিংবদন্তী পাওলো মালদিনির পিতাও তিনি। ইতালি জাতীয় দলের হয়ে ২৫টি ম্যাচ খেলেছেন। ১৯৬২ চিলি বিশ্বকাপে ইতালির দলেরও ছিলেন। তার ছেলে পাওলো মালদিনিও এসি মিলানে খেলে হয়েছেন কিংবদন্তি। ইতালিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছে, মালদিনিকে স্মরণ করে আগামী দুই দিন লিগের সব ম্যাচের শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হবে।