গোল্ডেন বল মেসিরবুট পেলেন রদ্রিগেজ

 

মাথাভাঙ্গা মনিটর: ব্রাজিলবিশ্বকাপে দেশকে চ্যাম্পিয়ন ট্রফি এনে দিতে না পারলেও সেরা খেলোয়ারের (গোল্ডেন বল) পুরস্কার পেলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। যোগ্যখেলোয়াড় হিসেবেই বিশ্বকাপের গোল্ডেন বলটি জিতে নিয়েছেন তিনি। সর্বোচ্চগোলদাতা হিসেবে গোল্ডেন বুট পেলেন কলম্বিয়ার মারিও রদ্রিগেজ। সেরা গোলরক্ষক নির্বাচিত হয়ে গোল্ডেন গ্লভসের পুরস্কার ছিনিয়ে নিলেন জার্মানিরম্যানুয়েল ন্যুয়ার। আর সেরা তরুণ খেলোয়ারের পুরস্কার জিতেছেন ফ্রান্সেরপল পগবা। গত রোববার দিবাগত রাত ১টায় রিও ডি জেনেরিও শহরের মারাকানায়বিশ্বকাপের শিরোপা জয়ের লড়াইয়ে জার্মানির কাছে ১-০ গোলে হেরে রানারআপ হয়আর্জেন্টিনা। বিশ্বকাপের শিরোপাটা হাতের কাছে থাকলেও ভাগ্যর নির্মমপরিহাসে জেতা হয়নি সেটা। কিন্তু গোল্ডেন বলটি তার আক্ষেপ কিছুটা হলেওঘোচাবে মেসির।বিশ্বকাপের গোল্ডেন বল জয়ের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে ছিলেন লিওনেল মেসি।গ্রুপপর্বেরতিন ম্যাচের তিনটিতেই সেরা খেলোয়াড় নির্বাচিত হন মেসি। দ্বিতীয় রাউন্ডেবেলজিয়ামের বিপক্ষেও সেরা খেলোয়াড় নির্বাচিত হন। বিশ্বকাপে ৪টি মূল্যবানগোল করার পাশাপাশি একটি গোলেও সহায়তা করেন তিনি। মাঠে অসাধারণ ফুটবলনৈপূণ্য প্রদর্শন করেন তিনি। তার পুরস্কার হিসেবেই তার হাতে তুলে দেয়াহয়েছে অ্যাডিডাস গোল্ডেন বল।