গাংনীতে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাখুলা প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ ফুটবল মাঠে মঙ্গলবার বিকেলে হয়ে গেলো গ্রামীণ খেলাধুলা প্রতিযোগিতা। হারিয়ে যেতে বসা খেলাধুলায় অংশ নিতে পেরে শৈবব-কৈশোর ফিরে পেয়েছিলেন প্রতিযোগীরা। ঐতিহ্যবাহী এই খেলা দেখতে ভিড় করেছিলেন হাজারো দর্শক। মেহেরপুর গাংনী তরুণ একাদশের উদ্যোগে তৃতীয়বারের মত তরুণদের ঈদ আনন্দ আয়োজনে খেলাধুলা প্রতিযোগিতার আয়োজন করা হয়। খেলা পরিচালনা করেন তরুণ একাদমের টিমলিডার রফিকুর রশিদ রানা। ইভেন্ট পরিচালনায় সহযোগিতা করেন একাদশ সদস্য মামুনুর রশিদ শান্ত, সালাউদ্দীন কাদের আন্টু, শামীম রেজা, নাহিদ হাসান। প্রতিযোগিতায় আকর্ষণীয় ছিল তেল দেয়া কলাগাছে ওঠে। এলাকার কয়েকজন পালোয়ান চেষ্টা করেও তেলে মাখা কলাগাছে উঠতে পারছিলেন না। যা দর্শকদের আনন্দে এক নতুন মাত্রা যুক্ত করে। শিশুদের দৌড়, মুখ দিয়ে পয়সা খোঁজা, বিস্কুট দৌড়, মোরগ লড়াই জমে উঠেছিল। পিছিয়ে ছিলনা শিশুদের বাবারা। তাদের জন্য ছিল হাঁড়িভাঙ্গা ও চোখ বেঁধে চিত্র শনাক্তকরণ প্রতিযোগিতা। হাড়ি ভাঙতে ব্যর্থদের নিয়ে মজা করেন দর্শকরা। শিশু ও তাদের বাবাদের পাশাপাশি প্রতিযোগিতায় নেমেছিলেন মায়েরা। সারা জীবন হাড়ির খবর নেয়া মায়েরা হাড়ি ভাঙতে পারেন না। তাই সুঁচে সুতা পরিয়ে মায়েরা জানান দিলেন- এই কষ্টসাধ্য কাজ তারা কতোটা স্বাচ্ছন্দ্যে করতে পারেন। বালিশ খেলায়ও পিছিয়ে ছিলেন না মায়েরা। এছাড়াও প্রতিযোগিতায় আরো অনেক খেলাধুলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা সরাসরি সম্প্রসার করে গাংনী ডিস ক্যাবল নেটওয়ার্কের চ্যানেল গাংনী।