ক্ষমা চেয়েছেন সুয়ারেজ

মাথাভাঙ্গা মনিটর: শেষ পর্যন্ত ক্ষমা চাইলেন লুইস সুয়ারেজ। টুইটারবার্তায় সুয়ারেজ বলেছেন ইতালির জর্জিও কিয়েলিনিকে সত্যি সত্যিই কামড়দিয়েছেন তিনি। অনুতপ্ত সুয়ারেজ এ জন্য ইতালিয়ান ফুটবলারের কাছে ক্ষমাওচেয়ছেন। একই সাথে ফুটবল বিশ্বের কাছেও ক্ষমা চেয়েছেন তিনি। উরুগুয়ের এসুপারস্টার প্রতিশ্রুতি দিয়েছেন, ভবিষ্যতে এধরনের কাজ আর করবেন না।কিয়েলিনিকে কামড়ানোর অপরাধে নিষেধাজ্ঞার শাস্তি ভোগ করছেন সুয়ারেজ। এমন হীনকাজ করার পর গ্রুপ পর্বে ইতালি-উরুগুয়ে ম্যাচের পরপরই ব্রাজিল বিশ্বকাপশেষ হয়ে গেছে তার। কিয়েলিনিকে কামড়ানোর কারণে ৪ মাসের জন্য যে কোনো ফুটবলেআর ৯টি আন্তর্জাতিক ম্যাচে উরুগুয়ের এ ফুটবল তারকাকে নিষিদ্ধ করেছে ফিফা।