ক্রিকেটের দুই গর্বের সন্তান

স্টাফ রিপোর্টার: ২৫ মার্চ থেকে ১৬ ডিসেম্বর; বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের এই পুরো সময়টা জুড়ে দেশের প্রতিটি বিন্দুতে ছড়িয়ে আছে শত সহস্র যুদ্ধের গল্প, গৌরবের গল্প এবং হারানোর বেদনা। একইরকম বাংলাদেশের ক্রিকেট অঙ্গনেও মার্চ থেকে ডিসেম্বরে আছে গৌরবের ও বেদনার স্মৃতি। ঠিক ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনীর প্রথম আক্রমণেই শহীদ হয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটের অতিপ্রিয় সংগঠক শহীদ মুশতাক। আর বিজয় দিবসের মাত্র দুদিন আগে বাংলাদেশের ক্রিকেট হারিয়েছিলো তার অন্যতম সেরা ক্রিকেটার, মুক্তিযোদ্ধা শহীদ হালিম চৌধুরী জুয়েলকে।

ক্রিকেটাঙ্গনের এ দুই শহীদকে বাংলাদেশের ক্রিকেট ভোলেনি। এ দু গর্বের সন্তানের নামে ইতোমধ্যে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে, বাংলাদেশের হোম অব ক্রিকেটে দুটি স্ট্যান্ডের নামকরণ করা হয়েছে। সেই সাথে স্বাধীনতার পরপরই শুরু হয়েছে মহান এ দু শহীদের নামাঙ্কিত বিজয় দিবস ক্রিকেটের আয়োজন। শহীদ মুশতাক একাদশ বনাম শহীদ জুয়েল একাদশের মধ্যে আয়োজিত বিজয় দিবস ক্রিকেট এখন বাংলাদেশের ক্রিকেটের অবিচ্ছেদ্য এক অংশ হয়ে গেছে। আজ অন্যান্য বছরের মতোই ধানমন্ডি ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হবে এবারের বিজয় দিবস ক্রিকেট।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *