ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে বোলিঙের তালিকায় তাসকিন

স্টাফ রিপোর্টার: ক্রিকেট বিষয়ক অনলাইন ইএসপিএনক্রিকইনফোর বর্ষ সেরা ওয়ানডে বোলিঙের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ। গত বছর ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেকে ২৮ রানে ৫ উইকেট নিয়েছিলেন এ পেসার। গত জুনে দ্বিতীয় ওয়ানডেতে ভারতের বিপক্ষে অভিষেকে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে পাঁচ উইকেট নেয়ার কৃতিত্ব দেখান তরুণ এ পেসার। তাসকিনের মারাত্মক বোলিঙে মাত্র ২৫ ওভার ৩ বলে ১০৫ রানে অলআউট হয়ে যায় ভারত। দেশটির বিপক্ষে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে পাঁচ উইকেট নেন তাসকিন। তবে নিজেদের সর্বনিম্ন ৫৮ রানে অলআউট হয়ে সেই ম্যাচে ডার্কওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৪৭ রানে হারে বাংলাদেশ। ২০১৪ সালে সেরা ওয়ানডে বোলিঙের সংক্ষিপ্ত তালিকায় তাসকিনের সাথে আছেন লাসিথ মালিঙ্গা, ক্রিস জার্ডান, স্টুয়ার্ট বিনি, মর্নে মরকেল, জস হ্যাজলউড, ক্রিস ওকস ও ম্যাট হেনরি। সাবেক ক্রিকেটার, ধারাভাষ্যকার ও ইএসপিএনক্রিকইনফোর জ্যেষ্ঠ লেখকদের নিয়ে গঠিত একটি কমিটি বর্ষসেরা পারফরম্যান্স নির্বাচন করবেন।