ক্যারিবিয়ানদের ছাড়িয়ে যাওয়ার সুযোগ টাইগারদের

 

গত দুই বছরে ওয়ানডেতে বাংলাদেশ অনেক উন্নতি করলেও টেস্টের অবস্থা সেরকম নয়। ওয়ানডে র‌্যাংকিংয়ে সাতে উঠে আসলেও টেস্টে এখনো তলানিতে।

 

তবে এবার র‌্যাংকিংয়ে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে টাইগারদের। বৃহস্পতিবার শুরু হচ্ছে ‍বাংলাদেশ-ইংল্যান্ড দুই ম্যাচের টেস্ট সিরিজ। র‌্যাংকিংয়ে চতুর্থ স্থানধারী ইংলিশরা (১০৮ পয়েন্ট) বাংলাদেশের (৫৭) চেয়ে ৫১ পয়েন্ট এগিয়ে।

 

এই সিরিজ জিতলে ওয়েস্ট ইন্ডিজকে (৬৭) ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে, পাকিস্তানের বিপক্ষে ক্যারিবীয়দের ভরাডুবি হলেই এক ধাপ এগিয়ে টেস্ট র‌্যাংকিংয়ের আটে উঠে যাবে টিম বাংলাদেশ। এরই মধ্যে দুবাই টেস্টে ৫৬ রানের জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে লিড নিয়েছেন আজহার-মিসবাহরা।

 

টেস্ট ্যাংকিং: ভারত (১১৫ পয়েন্ট), পাকিস্তান (১১১), অস্ট্রেলিয়া (১০৮), ইংল্যান্ড (১০৮), দক্ষিণ আফ্রিকা (৯৬), শ্রীলঙ্কা (৯৫), নিউজিল্যান্ড (৯১), ওয়েস্ট ইন্ডিজ (৬৭), বাংলাদেশ (৫৭), জিম্বাবুয়ে (৮)।