কোলকাতা টেস্টের প্রথম দিনটি হেনরি ও প্যাটেলের

 

মাথাভাঙ্গা মনিটর: ভারতের বিপক্ষে কোলকাতা টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিলেন নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি ও অফ-স্পিনার জিতেন প্যাটেল। গতকাল শুক্রবার হেনরি ও প্যাটেলের বোলিং দৃঢ়তার সামনে প্রথম দিন শেষে ৮৬ ওভারে ৭ উইকেটে ২৩৯ রান করতে পেরেছে ভারত। হেনরি ৩ ও প্যাটেল ২ উইকেট নেন।

চেতেশ্বর পূজারা ৮৭ ও আজিঙ্কা রাহানে ৭৭ রান করেন। সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ভারতের হয়ে ইনিংস শুরু করেন মুরালি বিজয় ও শেখর ধাওয়ান। লোকেশ রাহুল ইনজুরিতে পড়ায় এ ম্যাচে সুযোগ পান ধাওয়ান। কিন্তু সুযোগটাকে কাজে লাগাতে পারেননি তিনি। ইনিংসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলেই আউট হওয়া ধাওয়ান করেন ১ রান। এরপর শুরুর ধাক্কাটা সামলে উঠার চেষ্টায় ছিলেন বিজয়। সাথে ছিলেন পূজারা। কিন্তু পূজারার সাথে বড় জুটি গড়তে পারেননি বিজয়ও। ৯ রান করে ফিরে যান তিনি। ফলে ২ উইকেটে ২৮ রানে পরিণত হয় ভারত। দু ওপেনারকেই ফিরিয়েছেন হেনরি।