কোলকাতাকে জেতাতে পারলেন না সাকিব

মাথাভাঙ্গা মনিটর: এবার আইপিএলে কোলকাতা-রাজস্থানের ম্যাচে কয়েকটি পরিচিত দৃশ্য গৌতমগম্ভীরের রান পাওয়া,ফকনারের দারুণ বোলিং,সাকিব আল হাসানের ট্রাজিক হিরোতেপরিণত হওয়া আর টানটান উত্তেজনাময় ম্যাচে কোলকাতার হার। আবুধাবিতে হয়েছিলো,গতকাল আহমেদাবাদেও হলো। দুর্দান্ত শুরুর পরও রাজস্থানের বিপক্ষে ১০ রানে হারতেহলো কোলকাতাকে।রাজস্থানের দেয়া ১৭১ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৪ ওভারে ১২১ তুলে ফেললোরবিন উথাপ্পা ও গৌতম গম্ভীরের উদ্বোধনী জুটি। উথাপ্পা করলেন ৫২ বলে ৬৫,গম্ভীর ৩৪ বলে ৫৪। তখন বাজির ঘোড়া কোলকাতার ঘরেই। হঠাত ওয়াটসন-ঝড়। তাতেইএলোমেলো হয়ে গেল কোলকাতার ইনিংস। এক ওভারেই তিন উইকেট তুলে নিলেন রাজস্থানঅধিনায়ক। মধ্য সমুদ্রে টালমাটাল জাহাজের মতো দিকভ্রান্ত হয়ে পড়লো গম্ভীরেরদল। কোলকাতার চূড়ান্ত সর্বনাশ করতে এলেন প্রবীন টাম্বে। প্রথম ওয়াইড বলেস্ট্যাম্পিঙের ফাঁদে ফেলে তুলে নিলেন মনিশ পাণ্ডের উইকেট। পরের দু বলেফিরলেন ইউসুফ পাঠান ও রায়ান ডেসকাট। ২বলে হ্যাটট্রিক করলেন টাম্বে!

এরপর উইকেটে এলেন সাকিব। কোলকাতার আশার সলতে আবার জ্বলে উঠলো। কিন্তুবাংলাদেশের অলরাউন্ডারের চেষ্টা এদিনও বিফলে গেল। ট্রাজিক হিরো হয়ে ১৪ বলেঅপরাজিত থাকলেন ২১ রানে। শেষ দিকে যখন ব্যাটে ঝড় তোলাই ছিলো স্বাভাবিক,তখনসূর্যকুমার যাদব খেললেন ১৭ বলে ৯ রানের অস্বাভাবিক এক ইনিংস। মূলত যাদবেরমন্থর ইনিংসটি কেড়ে নিলো কোলকাতার জয়ের শেষ আশাটুকুও।এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৭০ তোলে রাজস্থান। সর্বোচ্চ৪৪ করেন করুন নায়ার। সাকিব ৪ ওভারে ২৫ রানে পান ১ উইকেট। ব্যাট-বল দুটিতেইজ্বলেও উঠেও দলকে জেতাতে পারলেন না বাংলাদেশের আলরাউন্ডার। দুর্দান্তবোলিংয়ের কারণে ম্যাচসেরা টাম্বে।