কোপার কোয়ার্টার ফাইনালে যুক্তরাষ্ট্র-কলম্বিয়া

 

মাথাভাঙ্গা মনিটর: কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র এবং কলম্বিয়া। গতকাল রোববার সকালে (বাংলাদেশ সময়) প্যারাগুয়েকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে যুক্তরাষ্ট্র। অন্যদিকে কোস্টারিকার কাছে ৩-২ গোলের ব্যবধানে হারলেও শেষ আটে উঠতে সমস্যা হয়নি কলম্বিয়ার। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের ২৭ মিনিটে যুক্তরাষ্ট্রকে জয়সূচক গোল উপহার দেন ক্লিন্ট ডেমসি। অন্যদিকে কলম্বিয়ার শুরুর একাদশে ১০টি পরিবর্তন আনেন কোচ হোসে পেকারম্যান। তবে তার সেই সিদ্ধান্ত যে ভুল ছিলো সেটা ম্যাচ শেষের ফলাফলের দিকে তাকালেই বোঝা যায়। দল হেরেছে ৩-২ গোলের ব্যবধানে। তবে পয়েন্টে এগিয়ে থাকার কারণে কোয়ার্টার ফাইনালের টিকিট পেতে সমস্যা হয়নি।

খেলার ২ মিনিটে কোস্টারিকার হয়ে গোল করেন আলবার্তো ভেনেগাস। ৫ মিনিট পরেই কলম্বিয়াকে সমতায় ফেরান ফ্রাঙ্ক ফাব্রা। তবে ৩৪ মিনিটে ফ্রাঙ্ক ফাব্রার আত্মঘাতী গোলে আবারও পিছিয়ে পড়ে কলম্বিয়া। বিরতির পর খেলার ৫৮ মিনিটে কোস্টারিকার হয়ে ব্যবধান বাড়ান সেলসো বোরগাস। খেলার ৭৩ মিনিটে কলম্বিয়ার হয়ে দ্বিতীয় গোলটি করেন মারলাস মোরেনো। শেষ পর্যন্ত আর গোলের দেখা না পাওয়ায় ৩-২ গোলের ব্যবধানের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় কলম্বিয়াকে। ৩ ম্যাচে ২টি করে জয় নিয়ে যুক্তরাষ্ট্র এবং কলম্বিয়া উভয় দলেরই পয়েন্ট ৬। তবে গোল ব্যবধানে স্বাগতিকদের চেয়ে পিছিয়ে রদ্রিগেসরা।