কেরুজ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণকালে এমডি আজিজুর রহমান

 

প্রতিযোগিতা লুকায়িত প্রতিভার বিকাশ ঘটনায়

দর্শনা অফিস: কেরুজ মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে যৌথ ৪৪তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে কেরুজ প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আজিজুর রহমান বলেন, লেখাপড়ার পাশাপাশি ছেলে-মেয়েদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। খেলাধুলা একদিকে যেমন মননশীলতার বিকাশ ঘটায়, খুঁজে বের করে লুকায়িত প্রতিভা, গড়ে তোলে সৃজনশীল ও সাহসী। খেলাধুলার মাধ্যমেই দেশের পরিচয় তুলে ধরা যায় গোটা বিশ্বে। তাই বেশি বেশি করে প্রতিযোগিতামূলক খেলাধুলার আয়োজন করতে হবে। মিলের মহাব্যবস্থাপক (প্রসাশন) আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে বিশেষ ছিলেন চিনিকলের মহাব্যবস্থাপক (ডিস্টিলারি) সুরেশ চন্দ্র ভট্টাচার্য, মহাব্যবস্থাপক (কারখানা) ইউসুফ আলী শিকদার, মহাব্যবস্থাপক (কৃষি) মোস্তফা কামাল, মহাব্যবস্থাপক (অর্থ) মোশারফ হোসেন, সেলস অফিস শেখ শাহবুদ্দিন, নিরাপত্তা পরিদর্শক গিয়াস উদ্দিন পিনা, কেরুজ চিনিকলের বিভিন্ন বিভাগের অফিসারদের মধ্যে ছিলেন, আব্দুল কুদ্দুস, এসএম আলাউদ্দিন, আয়ুব আলী, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স, সহসভাপতি শাহবুদ্দিন রিন্টু, সহসম্পাদক আব্দুর রব বাবু, জয়নাল আবেদীন, সানোয়ার হোসেন, মোজাম্মেল হক, ডা. শাহিনুর খাতুন, আকুল হোসেন প্রমুখ। আলোচনা শেষে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। এছাড়া গত ৩ ফেব্রুয়ারি বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালকের সহধর্মিণী শাহনুর সুলতানা। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মাহমুদ জোয়ার্দ্দার।