কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয় মাঠে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কুড়ুলগাছি প্রতিনিধি: মাদককে না বলি, বাল্যবিবাহকে পরিহার করি এই স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে গতকাল মঙ্গলবার দামুড়হুদার কুড়ুলগাছি ইউনিয়নের কুড়–লগাছি মাধ্যমিক বিদ্যালয়মাঠে কুড়ুলগাছি ও পারকৃষ্নপুর-মদনা ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে সারাদিন ব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান শাহ মো. এনামুল করিম ইনু। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসার নরেশ গাইন, কুড়ুলগাছি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ওসমান গনি, দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও দৈনিক মাথাভাঙ্গার কুড়ুলগাছি প্রতিনিধি হাসেমরেজা হাসমতসহ উপস্থিত ছিলেন মদনা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম, শিক্ষক সালমা খাতুন, আব্দুর রব, আবুল হোসেন, কামরুল ইসলাম, ফেরদৌসি খাতুন, ফাহিমা খাতুন, জুলফিক্কার, মহিবুল্লাহ, হাবিবুর রহমান, হাফিজুর রহমান, জাহাঙ্গীর আলম, তনুপমা খাতুন, আজিজুল হাকিম, আব্দুল কুদ্দুস, ফেরদৌসুর রহমান, আতাউর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্রীড়াশিক্ষক তানভীর আহম্মদ লিংকন।