কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে হানিফ

২০১৯ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে

 

ইবি প্রতিনিধি: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি বর্তমানে যেভাবে বৃদ্ধি পাচ্ছে তা দেখে অনেক বিশেষজ্ঞই বলছেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি এভাবে চলতে থাকলে আগামী ২০২১ সাল নয়, ২০১৯ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি গত ৬ বছরে দ্বিগুণ হয়েছে। গতকাল রোববার কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন উপলক্ষে টিএসসিসিতে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রের নওয়াব আলী খান ও শারীরিক শিক্ষা বিভাগের কর্মকর্তা নাবিলা রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানের আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ, আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থার সভাপতি ও হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রুহুল আমিন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রীড়া কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যপক ড. মো. শাহিনুর রহমান।

DSC04270

প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল-আলম হানিফ বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই বাংলাদেশে ক্রীড়া বিভাগে প্রভূত উন্নতি হয়েছে। প্রধানমন্ত্রীকে একজন ক্রীড়ামোদী মানুষ হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শত ব্যবস্তার মাঝেও খেলা উপভোগ করেন। প্রধানমন্ত্রীর প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের গৌবর অর্জন করেছে। ক্রিকেটে বাংলাদেশের সম্প্রতি কিছু অর্জন তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ ক্রিকেটের অভাবনীয় উন্নয়নের একক অবদান প্রধানমন্ত্রীর। প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের এ নেতা বাংলাদেশের অগ্রগতি অব্যাহত রাখতে ও চূড়ান্ত লক্ষ্য অর্জনে সুস্থ মননশীল চিন্তাধারার মাধ্যমে দেশ গঠনে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বিশ্ববিদ্যালয়ে একটি সুইমিংপুল ও খেলোয়ার বহনকারী একটি মাইক্রোবাস দেয়ার প্রতিশ্রুত দেন এবং বিশ্ববিদ্যালয়ে একটি স্টেডিয়াম করার ব্যাপারে প্রচেষ্টা চালাবেন বলে জানান। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১২টায় ক্যাম্পাসে আসেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ। পৌনে একটার দিকে বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়। উদ্বোধন অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। জাতীয় সঙ্গীত পরিবেশনকালে সাংসদ মাহবুবউল-আলম হানিফ জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও ক্রিড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান অ্যাথলেট পতাকা, অধ্যাপক মো. রুহুল আমিন আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থার পতাকা ও উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার ইসলামী বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন। জাতীয় সঙ্গীত পরিবেশন ও পতাকা উত্তোলন শেষে প্রধান অতিথিকে গার্ড অব অনার প্রদান করেন ন্যাশনাল ক্যাডেট কোরের বিশ্ববিদ্যালয় শাখা। উদ্বোধন অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আলোচনাসভার আয়োজন করা হয়। আলোচনাসভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের পরিচলক মো. সোহেল। বিশেষ অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার বলেন, আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা শিক্ষার্থীদের শারীরিক কসরতের পাশপাশি প্রতিযোগিতায় অংশগহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সেতুবন্ধন তৈরি করতে বিরাট ভূমিকা রাখবে। আলোচনা অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় মিলনায়তনে ফুটবল ডিসপ্লে, মাগুরার আব্দুল হালিমের ফুটবলের বিভিন্ন ক্রীড়াকৌশল প্রদর্শন, ঐতিহ্যবাহী লাঠিখেলা ও লালন সঙ্গীত পরিবেশন করা হয়। আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী খেলাটি ইসলামী বিশ্ববিদ্যালয় বনাম কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত হয়।