কাতার বিশ্বকাপ হবে শীতে

মাথাভাঙ্গা মনিটর: সাধারণত ফুটবল বিশ্বকাপ হয় জুন-জুলাইয়ে। তবে ২০২২ সালের কাতার বিশ্বকাপে ধরাবাঁধা এ ছক ভাঙতে যাচ্ছে। ফিফা জানিয়েছে, জুন-জুলাই নয়; নভেম্বর-জানুয়ারিতেই অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। গতকাল বুধবার ফিফার সাধারণ সম্পাদক জেরম ভালকে রেডিও ফ্রান্সকে জানিয়েছেন, কাতার বিশ্বকাপ জুন-জুলাইয়ে হবে না। তবে কখন হবে ২০২২ বিশ্বকাপ? এ প্রসঙ্গে ভালকের জবাব, সত্যি বলতে কি, নভেম্বর ১৫ থেকে জানুয়ারি ১৫ এর মধ্যেই হবে। এ সময়টা কেন বেছে নিচ্ছে ফিফা? মূল কারণ আবহাওয়া। জুন-জুলাইয়ে কাতারে মাত্রাতিরিক্ত গরম থাকায় শীতের সময়টি বেছে নেয়া হচ্ছে। কাতার ২০১০ সালে বিশ্বকাপ আয়োজক হওয়ার পর থেকেই বাতাসে ভাসছে উষ্ণতাসংক্রান্ত বিতর্ক। গরমে খেলোয়াড় ও সমর্থকদের সমস্যার কথা চিন্তা করে ২০২২ বিশ্বকাপ সময়সূচি পরিবর্তন করতে বাধ্য হয়েছে ফিফা।

ভালকে বলেন, নভেম্বর ১৫ থেকে ডিসেম্বরের শেষ অবদি খেলার জন্য চমত্কার আবহাওয়া (কাতারের)। এ সময় সেখানকার তাপমাত্রা ইউরোপের উষ্ণ বসন্ত ঋতুর গড় তাপমাত্রা ২৫ ডিগ্রির সমান থাকে। ফুটবলের জন্য এটি উপযুক্ত। ফিফার এ সময়সূচি বলবৎ থাকলে ওই মরসুমে ক্লাব ফুটবল বেশ বিপাকেই পড়বে। কেন না বছরের এ সময় যে ক্লাব ফুটবলের ভরা মরসুম!