কমে যাচ্ছে ক্রিকেট ব্যাটের আকার!

মাথাভাঙ্গা মনিটর: আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান কুম্বলে প্রস্তাব দিয়েছেন ব্যাটের সাইজ কমানোর। বিষয়টি ইতিবাচকভাবে নিয়েছে আইসিসি। পাশাপাশি ব্যাটের সাইজ কমানোর ব্যাপারে বৈজ্ঞানিক ও যান্ত্রিক উপায়ে বিচার বিশ্লেষণ করে দেখছে এমসিসি (মেরিলেবন ক্রিকেট ক্লাব)। তারা ব্যাটের জন্য একটি স্ট্যান্ডার্ড সাইজ তৈরি করে আইসিসিকে দিবে।  এ বিষয়ে অনীল কুম্বলে বলেন, আইসিসির দেয়া নির্দেশনা অনুযায়ী এমসিসি নতুন আকৃতির ব্যাট তৈরি বিষয়টি বিচার-বিশ্লেষণ করে দেখছে। আসলে আমরা ব্যাট ও বলের মধ্যে একটি সামঞ্জস্যতা তৈরি করতে চাচ্ছি। আইসিসির ক্রিকেট কমিটি এমসিসির পক্ষ থেকে এ বিষয়ে একটি গবেষণাপত্র হাতে পেয়েছে।

সেখানে দেখা গেছে সাম্প্রতিক সময়গুলোতে বলের চেয়ে ব্যাট বেশি শক্তিশালী হয়ে গেছে। তবে কমিটি এমসিসিকে ব্যাটের জন্য সামঞ্জস্য ও স্ট্যান্ডার্ড সাইজ নির্ধারণ করতে জোর দিয়ে বলেছে। যাতে করে বল ও ব্যাটের লড়াইয়ে কাঙ্খিত সামঞ্জস্য আসে। তবে শেষ পর্যন্ত ক্রিকেট ব্যাটের সাইজ বেসবলের ব্যাটের সাইজের মতো না হয়ে গেলেই হয়!