ঔদ্ধত্যপূর্ণ আচরণে সাকিবের বিরুদ্ধে কঠোর হচ্ছে বিসিবি

 

স্টাফ রিপোর্টার: ঔদ্ধত্যপূর্ণআচরণে সাকিব আল হাসানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেনবাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। গতকাল শনিবারসাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, সাকিব অতীতের সবকিছুকে ছাড়িয়ে গেছে।তার মতো অখেলোয়াড় সুলভ আচরণ আর কোনো ক্রিকেটারের কাছ থেকে পায়নি বিসিবি। তাইতাকে আর কোনো ছাড় দিবে না বোর্ড।ওয়েস্ট ইন্ডিজ সফরকে সামনে রেখে গত ১জুলাই থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। কিন্তু সাকিব সতীর্থদের সাথেঅনুশীলনে যোগ দেননি। বরং বোর্ডের অনুমতি ছাড়াই ক্যারিবীয় টি-টুয়েন্টি আসরসিপিএল খেলার জন্য দেশ ছাড়েন তিনি। এরপর টাইগারদের কোচ হাথুরুসিংহে সাকিবকেচিঠি দিয়ে আগামী ১ আগস্ট থেকে দলের সাথে অনুশীলনে যোগ দেয়ার নির্দেশ দেন।বোর্ডের নির্দেশ ও কোচের চিঠির প্রেক্ষিতে দেশে ফিরে এসেছেন সাকিব। তবেঅখুশি সাকিব নাকি জানিয়েছেন,তাকে সিপিএলে খেলতে না দিলে দেশের হয়ে আরক্রিকেট খেলবেন না তিনি। হাথুরুসিংহে বোর্ড সভাপতি পাপনকে টেক্সট মেসেজেরমাধ্যমে তেমনটিই জানিয়েছেন।সাকিবের এমন কাণ্ড গতকাল শনিবার সকালে মিডিয়ারখবরে উঠে এলে চারপাশে বেশ হইচই পড়ে যায়। সবার অপেক্ষা ছিলো বিসিবিরআনুষ্ঠানিক প্রতিক্রিয়ার জন্য। দুপুরে সে অপেক্ষার অবসান ঘটিয়ে বিসিবিসভাপতি বলেন,সাকিবের সিপিএলে খেলতে যাওয়া নিয়ে আমাদের কোনো অসন্তোষনেই। কিন্তু সে পুরো বিষয়টি যেভাবে হ্যান্ডেল করেছে তাতে আপত্তি আছেআমাদের। সে বোর্ডের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করেনি। নিজের ইচ্ছে মতো সবকিছু করেছে। কোচের সাথে বাজে কিছু হয়েছে বলেও খবর পেয়েছি আমি। এরকমঅখেলোয়াড় সুলভ আচরণ আমরা আগে আর কারও কাছ থেকে পাইনি। তাই বোর্ড ওকে আর ছাড়দিবে না। ওর কোনরকম ঔদ্ধত্য আর মেনে নেয়া হবে না।পাপনের এমন বক্তব্যে মনে হয়,বার বার ঝামেলায় জড়ানো সাকিব এবার বড় শাস্তিই পেতে যাচ্ছেন।

এদিকেভারত সিরিজে মুশফিকদের অসহায় আত্মসমর্পণ সম্পর্কে মন্তব্য করতে গিয়েবিসিবি সভাপতি দলের মধ্যে সমঝোতার অভাবকে সামনে এনে বলেন, দলের মধ্যেঝামেলা আছে। সেটা মাঠের খেলা দেখে স্পষ্ট বোঝা গেছে। আমি বিশ্বকাপের পরইবলেছিলাম দলের সব ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসবে। এখনও সে সিদ্ধান্তে স্থিরআছি। তবে বোর্ড সভায় সব সিদ্ধান্ত হবে। শুধুমাত্র কোচ পরিবর্তনের মধ্যেইআমরা সীমাবদ্ধ থাকবো না। এর দায় দলকেও নিতে হবে। আমি গ্যারান্টি দিয়ে বলতেপারি সেদিন আমাদের অনূর্ধ্ব-১৯ দলকে নামিয়ে দিলেও ১০৫ রান তাড়া করে জিততেপারতো ওরা।