ওয়েস্ট ইন্ডিজে হারলো অনূর্ধ্ব-১৯ দল

মাথাভাঙ্গা মনিটর: ওয়েস্ট ইন্ডিজে সাত ম্যাচের ওয়ানডে সিরিজ হেরে শুরু করলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গত সোমবার গায়ানায় দিবারাত্রির এ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের কাছে তারা হেরেছে ছয় উইকেটে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ১৩৫/১০ (৪৬ ওভার), ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯: ১৩৮/৪ (৩৪.৪ ওভার), ফল: ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ জয়ী ছয় উইকেটে

এদিন ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে যুব দলে মারকুইনো মিন্ডলে বাদে সবারই অভিষেক হলো। আর বাংলাদেশের হয়ে নতুন মুখ ছিলেন সাদমান ইসলাম। একেবারেই নতুন দল নিয়ে বাজিমাত করলো ক্যারিবীয়রা। টস জিতে ফিল্ডিং নিয়েছিলো স্বাগতিকরা। শুরু থেকেই বাংলাদেশি ব্যাটসম্যানদের ওপর চড়াও হয় বোলাররা। অধিনায়ক মেহেদী হাসান সফরকারীদের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন। জসিমউদ্দিনের ব্যাট থেকে আসে দ্বিতীয় সেরা ২১ রান।স্বাগতিকদের হয়ে আলজারি জোসেফ ৯ ওভারে ৩০ রান দিয়ে তিন উইকেট নেন। দুটি পেয়েছেন মারকুইনো মিন্ডলে।লক্ষ্যে নেমে লেরয় লুগের ৬৯ রানের ইনিংস সেরা ব্যাটিংয়ে ৯২ বল বাকি থাকতে জয় পায় ওয়েস্ট ইন্ডিজের যুব দল। এছাড়া জেরেমি সোলোজানো ২৭ ও ট্রিস্টান কোলম্যান অপরাজিত ২০ রান করেন।বাংলাদেশের মেহেদী ৯ ওভারে ১৬ রানে দুটি উইকেট নেন।