ওয়ানডেতে প্রথম ট্রিপল সেঞ্চুরি

মাথাভাঙ্গা মনিটর: ১৭৫ বলে নয় ছক্কা এবং ৪২টি চার। সাকুল্যে ৩২০ রান। তা-ও একদিনের ম্যাচে। ব্যাটসম্যানের নাম বিলাল ইরশাদ। ঘটনাটি পাকিস্তানের। ফজল মাহমুদ আন্তঃক্লাব ক্রিকেট টুর্নামেন্টে এই অবিশ্বাস্য ইনিংস খেলেছেন ওপেনার ইরশাদ। আল রেহমান ক্রিকেট ক্লাবের বিপক্ষে শহীদ আলম বক্স ক্রিকেট ক্লাবের হয়ে ইনিংস উদ্বোধন করতে নেমে রেকর্ড গড়েন সিন্ধু প্রদেশের এই ব্যাটসম্যান। একদিবসী ক্রিকেটে প্রথম ট্রিপল সেঞ্চুরি করার রেকর্ড গড়েন তিনি। রেকর্ড গড়ার পথে দ্বিতীয় উইকেটে ৩৬৪ রানের জুটি গড়েন জাকির হুসেইনকে সঙ্গে নিয়ে। লিস্ট-এ ক্রিকেটে জুটিতে এটাই দ্বিতীয় সর্বোচ্চ রান। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও মারলন স্যামুয়েলসের ৩৭২ রানের জুটি সর্বোচ্চ। ইরশাদের এমন রেকর্ড গড়া ইনিংসের সহায়তায় তার দল মাত্র চার ইউকেটে ৫৫৬ রান তুলে ৪১১ রানে ম্যাচ জিতেছে।