ওয়ানডেতেও জয়ে শুরু অস্ট্রেলিয়ার

মাথাভাঙ্গা মনিটর: সহজ জয়ে ওয়ানডে সিরিজেও এগিয়ে গেল অস্ট্রেলিয়া। গতকাল রোববার মেলবোর্নে পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটিতে তারা ৪ উইকেট হারালো ইংল্যান্ডকে। সফরকারীদের ৭ উইকেটে করা ২৬৯ রানের জবাবে অস্ট্রেলিয়া ২৬ বল আর ছয় উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায়। ওপেনার আরন ফিঞ্চের অসাধারণ শতরান তাদের জয়কে সহজ করে দেয়। তিনি ১২১ রান করেন। তার ১২৮ বলের ইনংসে চার ছিলো ১২টি। উদ্বোধনী উইকেটে ওয়ার্নারের সাথে ফিঞ্চ ১৬৩ রানের জুটি গড়ে তোলেন। ওয়ার্নার ৭২ বলে করেন ৬৫ রান। ওয়াটসন শূন্য রানে আউট হলেও মাইকেল ক্লার্কের ৪২ বলে ৪৩ রান করেন। এর আগে ইংল্যান্ড টসজিতে ব্যাট করতে নেমে শুরুতেই হোচট খায়। ২২ রানে হারায় ২ উইকেট। পরে ব্যালান্সের ৭৯ ও মরগানের ৫০ রান তাদের লড়াই করার স্কোর এনে দেয়। যদিও শেষ পর্যন্ত তা ব্যর্থই থেকে যায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *