এশিয়া কাপের সূচি ঘোষিত

স্টাফ রিপোর্টার: গতকাল বৃহস্পতিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এশিয়া কাপের সূচি ঘোষণা করা হয়েছে। এ ঘোষণার মাধ্যমে বাংলাদেশে এশিয়ার সেরা ক্রিকেট টুর্নামেন্টটি আয়োজন নিয়ে আর কোনো সংশয় থাকলো না। আগামী ২৫ ফেব্রুয়ারি গতবারের চ্যাম্পিয়ন পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার উদ্বোধনী ম্যাচসহ পাঁচটি ম্যাচ হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। ৮ মার্চের ফাইনালসহ বাকি ছয়টি ম্যাচের ভেন্যু মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হক সূচি ঘোষণা করে জানান, শ্রীলঙ্কা সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রতিদিনই এশিয়া কাপের খেলা হবে। তাই কোনো ‘রিজার্ভ ডে’ রাখা হয়নি। বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে পাকিস্তানের উদ্বেগ প্রসঙ্গে তিনি বলেন, ১৮ জানুয়ারি পাকিস্তানের একজন নিরাপত্তা কর্মকর্তা বাংলাদেশে আসবেন। ২০ তারিখ আইসিসির নিরাপত্তা বিষয়ক সভাতেও তিনি থাকবেন। পাকিস্তানের দাবি অনুযায়ী তাদের বাড়তি নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের কর্মকর্তাই বুঝতে পারবেন বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক কি-না। যেভাবেই হোক এশিয়া কাপ আয়োজনের প্রত্যয়ের কথা জানিয়ে আশরাফুল হক আরো বলেন, ১৯৮৬ সালে ভারত ও ১৯৯০-৯১ সালে পাকিস্তান এশিয়া কাপে অংশ নেয়নি। অবশ্য পাকিস্তান না এলে আমাদের কিছুটা আর্থিক ক্ষতি হবেই।
এসিসির প্রধান নির্বাহী জানিয়েছেন, বিএনপির একজন মুখপাত্র এশিয়া কাপ, শ্রীলঙ্কা সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে বিসিবিকে সর্বোচ্চ সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আফগানিস্তানের উপস্থিতিতে আরো রোমাঞ্চকর এশিয়া কাপের আশাবাদ জানিয়ে আশরাফুল হক বলেন, আমার মনে হয় আফগানিস্তানের উপস্থিতি টুর্নামেন্টে বাড়তি লড়াইয়ের জন্ম দেবে। ওরা কাউকে হারিয়ে দিলেও আমি আশ্চর্য হবো না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *