ইসরায়েলি বোমায় প্রাণ গেল ফুটবলারের

মাথাভাঙ্গা মনিটর: নিষ্পাপশিশুদেরই মুক্তি মেলেনি। ইসরায়েলি ঘাতক বোমা স্কুলের শিক্ষার্থীদের পরএবার কেড়ে নিলো দু সাংবাদিক ও একজন ফুটবলারের জীবন। আহেদ জাকুত নামের সাবেকএ মিডফিল্ডার ফিলিস্তিন জাতীয় দলের হয়েও খেলেছেন। ফিলিস্তিনের ইতিহাসেসর্বকালের অন্যতম সেরাও ভাবা হয় তাকে।গাজার ক্রীড়া সাংবাদিক খালেকজাহের বলেছেন, ফিলিস্তিন তার অন্যতম সেরা এক খেলোয়াড়কে হারালো। তিনি সম্ভবতছিলেন আমাদের ইতিহাসের সেরা মিডফিল্ডার। গত বুধবার রাতে জাকুতের বাড়িতেইসরায়েলি সেনাবাহিনী বোমা বর্ষণ করে। ঘুমন্ত অবস্থায়ই মারা যান জাকুত। কেজানতো,এ ঘুমই তার চিরদিনের ঘুম। ৪৯ বছর বয়সী এ সাবেক ফুটবলারের সাথে হামাস তো দূরের কথা,কোনো ধরনের রাজনৈতিক সংশ্লিষ্টতাই ছিলো না। কখনো তিনিনিজের কোনো রাজনৈতিক মতাদর্শের কথা বলেনওনি।
ফিলিস্তিনের জুনিয়র জাতীয়দলের অধিনায়কের দায়িত্ব পালন করা জাকুত ১৯৯৪ সালে ফ্রান্সের একটি দলেরবিপক্ষে খেলেছিলেন। যে দলে ছিলেন মিশেল প্লাতিনির মতো তারকা। খেলা ছাড়ার পরকোচিং ও খেলার একটি টিভি অনুষ্ঠান উপস্থাপনা করতেন।