ইংল্যান্ড কোস্টারিকা গোল শূন্য ড্র

মাথাভাঙ্গা মনিটর: শেষ ম্যাচেও পারলা না ইংল্যান্ড। গোল শূন্য ড্র হলোইংল্যান্ড-কোস্টারিকার খেলাটি। অসাধারণ খেলে নিজেদের ফুটবল ইতিহাসে গড়লোইতিহাস। প্রথমবারের মতো বিশ্বকাপে গ্রুপ পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েটিকিট পেলো দ্বিতীয় রাউন্ডে। বিশ্ব দেখলো কোস্টারিকার চমক, আররুনি-জেরার্ডদের আত্মসমর্পণ।

স্পেন পরাপর দু খেলায় হেরে মানবাঁচানোর লড়াইয়ে মূল একাদশে পূর্বের ম্যাচের সাতজন ছাড়াই দল ঘোষণা করে।তৃতীয় ও শেষ ম্যাচে তারা সম্মানের সাথেই জয় পায়। ব্রাজিল বিশ্বকাপ থেকেছিটকে পড়া ইংল্যান্ডও পূর্বের একাদশের সাতজনকে বাদ দিয়ে মাঠে নামে। তবেএবারের বিশ্বকাপে সবচেয়ে চমক লাগানো দল কোস্টারিকার বিপক্ষেও ইংল্যান্ডব্যর্থ হলো। খেলার ৭৩ মিনিট মূলএকাদশ থেকে বাদ পড়া জেরার্ড ও ৭৬ মিনিটেরুনু বদলি খেলোয়ারড় হিসেবে মাঠে নামেন। কিন্তু না, জেরার্ড-রুনিও পারেননিইংলিশদের মান বাঁচাতে।কোস্টারিকা তাদের চমক ধরে রেখেই ইংল্যান্ডকে তেমন একটা সুযোগই দিলো না। গোল শূন্য খেলাটি।প্রথমদু ম্যাচে হেরে প্রথম পর্ব থেকে বিদায় নিয়ে ইংল্যান্ড হতাশ করেছেসমর্থকদের। ১৯৫৮ আসরের পর প্রথমবারের মতো ইংল্যান্ড দ্বিতীয় রাউন্ডে উঠতেপারলো না।