ইংল্যান্ডকে ৯ উইকেটে হারালো পাকিস্তান

 

মাখাভাঙ্গা মনিটর: সফরে একমাত্র টি-টোয়েন্টিতে স্বাগতিক ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে পাকিস্তান। ক্রিকেটের এই ফরম্যাটে এটি পাকিস্তানের সর্বোচ্চ ব্যবধানের জয়। এর আগে তারা তিনবার ৮ উইকেটে জয়ে পেয়েছিলো।

পাকিস্তানের নতুন অধিনায়ক সরফরাজ আহমেদের অধীনে পাওয়া এই জয় বড় অবদান মূলত বোলারদের। তাদের নিয়ন্ত্রিত বোলিঙে ৭ উইকেটে ১৩৫ রানের বেশি করতে পারেনি ইংল্যান্ড। আর এই রান তাড়া করে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে বুধবার ১৪ ওভার ৫ বলে শারজিল খানের উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে ৫ ম্যাচ পর জিতলো পাকিস্তান। ইংল্যান্ড টানা চার ম্যাচ জেতার পর টাই হয় শেষ ম্যাচ। বুধবার লক্ষ্য তাড়ায় পাকিস্তানকে উড়ন্ত সূচনা এনে দেন শারজিল ও খালিদ লতিফ। দারুণ সব শট খেলে ১১ দশমিক ১ ওভারে এই দুজনে গড়েন ১০৭ রানের জুটি। ইংল্যান্ডের বিপক্ষে দলকে প্রথম শতরানের জুটি এনে দেয়ার পথে শারজিল করেন ৫৯ রান। বাঁহাতি এই ব্যাটসম্যানের ৩৬ বলের ইনিংসটি গড়া ৭টি চার ও তিনটি ছক্কায়।