ইংল্যান্ডকে ৫ রানে হারিয়ে সিরিজে সমতায় ফিরিছে ভারত

মাথাভাঙ্গা মনিটর: পার্থক্যটা গড়ে দিয়েছে জাসপ্রিত বুমরাহর বোলিং। হাতে সাত উইকেট। ৩০ বলে দরকার ৪১ রান। সেই সাত উইকেট হাতে রেখেই ২৪ বলে ৩২। শেষ ওভারে দরকার আট রান। হাতে ছয় উইকেট। সেখান থেকে ম্যাচটা হেরে বসল ইংল্যান্ড।

বুমরাহ নিজের শেষ দু ওভারে (২৮ ও ২০ তম) মাত্র পাঁচ রান দিলেন। পাঁচ রান খরচ করে উইকেট নিলেন দুটি। কক্ষচ্যুত হলো ইংল্যান্ড। আর ভারত হারতে হারতে নাটকীয়ভাবে জিতে গেল পাঁচ রানে।
তিন ম্যাচের টি-২০ সিরিজ এখন ১-১। নাগপুরে গত রোববার দ্বিতীয় টি ২০-তে টসে জিতে ইংল্যান্ড ফিল্ডিং নেয়। ওপেনার লোকেশ রাহুলের অর্ধশতকের ইনিংসে (৪৭ বলে ৭১) ভারত ২০ ওভারে ১৪৪ রান করে আট উইকেটে।

১৫ বলে ২১ সংগ্রহ করেন অধিনায়ক বিরাট কোহলি। আর ২৬ বলে ৩০ রান করেন মনীষ পান্ডে। তিনটি উইকেট নেন ক্রিস জর্ডান।
ইংল্যান্ড হাতে চার উইকেট রেখেও ১৩৯-এর বেশি করতে পারেনি। রুট ও স্টোকস দু’জনই সমান ৩৮ রান করেন। ভারকের পক্ষে তিনটি উইকেট নেন নেহরা। অমিত মিশ্র মরগ্যানকে শিকার বানিয়ে টি ২০-তে ২০০ তম উইকেটের মাইলফলক স্পর্শ করেন।