আস্তে আস্তে উন্নতি করবে ব্রাজিল

মাথাভাঙ্গা মনিটর: কোপা আমেরিকার শতবর্ষী আসরে ব্রাজিলের শুরুটা খারাপ হলেও দুঙ্গার বিশ্বাস, টুর্নামেন্ট যতো এগুবে তার দলের পারফরম্যান্সও ধীরে ধীরে ভালো হবে। সেই সাথে কোয়ার্টার-ফাইনালে ওঠার আশা উজ্জ্বল রাখতে হাইতির বিপক্ষে অবশ্যই জিততে হবে বলে শিষ্যদের মনে করিয়ে দেন ব্রাজিল কোচ। বাংলাদেশ সময় গত রোববার সকালে একুয়েডরের সাথে গোলশূন্য ড্র করার পর ব্রাজিল কোচ শিষ্যদের পারফরম্যান্সে সন্তুষ্টির কথা জানিয়েছিলেন। তবে হাইতির বিপক্ষে ম্যাচের আগের দিন জানালেন, কিছু বিষয় আছে যেখানে উন্নতি করতে হবে।

ইকুয়েডরের বিপক্ষে ওই ম্যাচের প্রসঙ্গ তুলে ধরে দুঙ্গা বলেন, আমাদের খেলায় কিছু ইতিবাচক দিক ছিল এবং কিছু দিক ছিল যেগুলোতে আমরা উন্নতি করতে পারি। খেলোয়াড়েরা (ক্লাবের হয়ে) তাদের মৌসুম শেষ করায় আমরা একত্রে খুব বেশি অনুশীলন করতে পারিনি। তারপরও আমরা ভালো করছি। টুর্নামেন্ট যত এগুতে থাকবে সাথে সাথে আমরাও ভালো করতে থাকবো। যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটায় শুরু হবে ম্যাচটি।