আলমডাঙ্গায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবলে বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে হুইপ

 

আলমডাঙ্গা ব্যুরো: বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়েছে। আলমডাঙ্গার কুমারী ইউপি ও উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র উদ্যোগে গতকাল দুপুরে কুমারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে হাড়গাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও রানারআপ হয় কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গমাতা ফুটবলে যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং নওদাদুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রানারআপ। কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টুর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। প্রধান অতিথির বক্তব্যে হুইপ বলেন, ‘পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শরীরচর্চা অত্যন্ত জরুরি। বর্তমান সমাজ ব্যবস্থায় খেলাধুলা বন্ধ হয়ে গেলে ছেলে-মেয়েরা খারাপ পথে চলে যেতে পারে। প্রতিটি স্কুলে শিক্ষার্থীদের মাঝে খেলাধুলা ছড়িয়ে দিতে হবে। শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি অবসরে খেলাধুলা করবে। বর্তমান সরকার একটি শক্তিশালী জাতি গঠন করতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। দেশব্যাপি এই খেলা চলছে।’ বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, আলমডাঙ্গা উপজেলা আ.লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, অফিসার ইনচার্জ আকরাম হোসেন, জেলা পরিষদ সদস্য আবু মুছা, উপজেলা আ.লীগের সহসভাপতি মজিবর রহমান, আমিরুল ইসলাম মন্টু, উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি নুরুল ইসলাম, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কুমারী ইউনিয়ন আ.লীগের সভাপতি রানা উদ্দিন, কুমারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান। কুমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাজেদুল হক মুনি, জনশক্তি বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আহসান মৃধা, উপ-প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, সাবেক ছাত্রলীগ নেতা আবু জাফর মোল্লা, কালিদাসপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, আলমডাঙ্গা পৌর কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাকিবুস সালেহীন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মণ্ডল সোনাহার, কুমারী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক টুটুল, যুবলীগ নেতা টগর, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সালমুন আহমেদ ডন, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, কলেজ ছাত্রলীগের আশরাফুল হক প্রমুখ।