আলমডাঙ্গার ঘোলদাড়ী বাজার জিবি স্পোর্টিং ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

 

ঘোলদাড় প্রতিনিধি: আলমডাঙ্গার ঘোলদাড়ী বাজার জিবি স্পোর্টিং ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার উদ্বোধনী খেলায় ঘোলদাড়ী একাদশকে ১-০ গোলে হারিয়ে ছয়ঘরিয়া একাদশ জয়ী হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন আইলহাস ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন বিশ্বাস। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ রাজনৈতিক নেতা আব্দুর রাজ্জাক চৌধুরী, ক্যাম্প ইনচার্জ এস আই লিয়াকত আলী, ঘোলদাড়ী বাজার কমিটির সভাপতি বদরুল আলম, শরিফ আহমেদ মিয়া, আব্দুল ওহাব মাস্টার, গাটু, ডাক্তার আব্দুর রহিম, বেলু চৌধুরী প্রমুখ।

Leave a comment