আর্চারিতে বাংলাদেশের হীরা মনির স্বর্ণ জয়

স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপে একক ও দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছে বাংলাদেশ। গতকাল সোমবার মওলানা ভাসানী স্টেডিয়ামে বাংলাদেশের হয়ে প্রথম স্বর্ণ জিতেন হীরা মনি। মেয়েদের রিকার্ভ বোয়ের এককে হীরা ৬-৪ গেমে হারিয়েছেন আজারবাইজানের ইয়ালাসুল রামোজামোভাকে। হীরা ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক পদক জিতলেন আজই। আর প্রথম পদকটিই স্বর্ণ।

পরে  আইএসএসএফ ইন্টারন্যাশনাল আর্চারি চ্যাম্পিয়নশিপের দলগত ইভেন্ট থেকে তিনটি স্বর্ণ জিতে। রিকার্ভ ডিভিশনের পুরুষ দলগত ইভেন্টে ভুটানকে হারায় বাংলাদেশ। লাল-সবুজদের দলে ছিলেন রোমান সানা, সারোয়ার হোসেন ও তামিমুল ইসলাম। ভুটানকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে স্বর্ণ জেতেন বাংলাদেশের এই তিন তীরন্দাজ।

দলগত স্বর্ণ জয়ের স্বাদ পেয়েছে রিকার্ভের মহিলা দলটি। দলগত ইভেন্টের ফাইনালে শ্যামলী, বিউটি ও শাপলা হারিয়েছে নেপালকে। তিন সতীর্থ মিলে ৬-২ সেট পয়েন্টে নেপালকে হারিয়ে দেয়। ঢাকায় আগামী নভেম্বরে বসছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ।