আবার মোহামেডানকে হারালো আবাহনী

স্টাফ রিপোর্টার: আবাহনী লিমিটেডের কাছে আবার হেরে গেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। গতকাল রোববার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে দু চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের ফলাফল ১-০। ফেডারেশন কাপের গ্রুপ পর্বে মরসুমের প্রথম মুখোমুখি লড়াইয়ে ২-০ গোলে জিতেছিলো আবাহনী। গতকাল রোববারের জয়ে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আবাহনীর অবস্থান দ্বিতীয়। এখনো কোনো ম্যাচ হারেনি তারা। অপরাজিত থাকার গৌরব ক্ষুণ্ণ হয়ে যাওয়া মোহামেডান সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে রয়ে গেছে পঞ্চম স্থানে। ১২ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবাহনীর জয়ের নায়ক ঘানার স্ট্রাইকার ওসই মরিসন। আবাহনীর মহামূল্যবান গোলটি তারই। ১৭ মিনিটে আবাহনীর ডিফেন্ডার আতিকুর রহমান মিশুর ক্রস মোহামেডানের ডিফেন্ডার মিন্টু শেখ বিপদমুক্ত করতে ব্যর্থ হলে ফাঁকায় দাঁড়িয়ে থাকা মরিসন জোরালো শটে লক্ষ্যভেদ করেন।পুরো প্রথমার্ধ আবাহনীর প্রাধান্য ছিল। ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণও করতে পারতো পেশাদার লিগের চারবারের চ্যাম্পিয়নরা। কিন্তু মিশুর আরেকটি চমৎকার ক্রস থেকে ফরোয়ার্ড তৌহিদুলে আলমের শট মোহামেডানের গোলরক্ষক মামুন খান কর্নারের বিনিময়ে রক্ষা করেন।৬৫ মিনিটে সমতায় ফিরতে পারতো মোহামেডান। কিন্তু বক্সের ঠিক বাইরে থেকে নেয়া মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসের দারুণ শট ক্রস বারের সামান্য ওপর দিয়ে চলে গিয়ে হতাশ করে ঐতিহ্যবাহী দলটিকে।