আফ্রিদির দাবি মেনে নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড

মাথাভাঙ্গা মনিটর: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন কিছুদিন হলো। তবে ফ্রাঞ্চাইজি ক্রিকেট এখনো খেলে যাচ্ছেন পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি। দীর্ঘদিন পাকিস্তানের জাতীয় দলে খেলা আফ্রিদির দাবি ছিলো যেন বোর্ড থেকে তাকে ‘আনুষ্ঠানিক’ বিদায় দেয়া হয়। অবশেষে সেটি পূরণ হতে যাচ্ছে। শহীদ আফ্রিদিকে ‘আনুষ্ঠানিক’ বিদায় জানাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সংবর্ধনা দেয়া হবে টেস্ট ক্রিকেটকে বিদায় বলা মিসবাহ-উল-হক ও ইউনিস খানকেও।

পিসিবির নির্বাহী কমিটির চেয়ারম্যান নাজাম শেঠির সাথে লাহোরে এ ব্যাপারে আফ্রিদির কথাও হয়েছে। পাকিস্তানের সাবেক এই অধিনায়ককে সম্মানের সাথে কীভাবে বিদায় দেয়া যায়, সে বিষয়ে কথা বলেছেন দুজন। গত শুক্রবার এক টুইট বার্তায় আফ্রিদির সাথে কথা বলার ব্যাপারটি নিশ্চিত করেছেন শেঠি, ‘আমাদের একমাত্র হিরো লালা (আফ্রিদির ডাকনাম)। এই মাত্র আমাদের কথা হলো। আমরা একটা সময় নির্ধারণ করেছি। আবারও আমরা বসবো এবং দারুণ একটা বিদায় তাকে কীভাবে দেয়া যায়, সেটা নিয়ে কথা বলবো। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির অন্যতম শুভেচ্ছাদূত হওয়ার জন্য আফ্রিদিকে অভিনন্দন জানিয়েছেন শেঠি। আন্তর্জাতিক ক্রিকেটকে পুরোপুরি বিদায় জানানোর আগেই আফ্রিদি বোর্ডের কাছ থেকে একটি বিদায়ী ম্যাচ চেয়েছিলেন। আনুষ্ঠানিক বিদায় বলতে বিদায়ী ম্যাচ নাকি শুধু সংবর্ধনা, তা অবশ্য বলেননি শেঠি।