আন্তঃজেলা প্রাথমিক বিদ্যালয় বার্ষিক পুরস্কার বিরতণী অনুষ্ঠানে জেলা প্রশাসক সায়মা ইউনুস

জয়-পরাজয় ডিঙিয়েই জীবনকে গড়ে তুলতে হয়

স্টাফ রিপোর্টার: প্রতিযোগিতায় হার-জিত থাকবেই। জয়-পরাজয়কে ডিঙিয়েই জীবনকে গড়ে তুলতে হয়। আজকে যারা প্রতিযোগিতায় অংশ নিয়েছো বিজয়ী ও বিজেতারা আরও বড় বড় প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয় ছিনিয়ে আনবে বলে আমরা বিশ্বাস করি। কথাগুলো বলেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস। আন্তঃজেলা প্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিরতণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি শিশু প্রতিযোগীদের উদ্দেশে এসব বলেন। চুয়াডাঙ্গা জেলা পর্যায়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত অনুষ্ঠান গতকাল মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা ঝিনুক বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমেন্দ্র নাথ পোদ্দার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার রশীদুল হাসান, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু ও চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি আজাদ মালিতা। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হাসান। দিনব্যাপী ৩০ ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকালে জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।