আজ রাতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ডাচদের প্রতিপক্ষ ব্রাজিল

 

মাথাভাঙ্গা মনিটর: শিরোপাস্বপ্ন ভুলে এবার তৃতীয় স্থান দখলের লড়াইয়ে অবতীর্ণ  হতে যাচ্ছে স্বাগতিকব্রাজিল। আজ ১২ জুলাই শনিবার বাংলাদেশ সময় রাত ২টায় এ ম্যাচটি অনুষ্ঠিত হবেব্রাসিলিয়া স্টেডিয়ামে।সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলের লজ্জাস্করপরাজয়ের শিরোপা বাদ দিয়ে এখন ইমেজ সঙ্কটে পড়ে গেছে নেইমারের দল। আজ শনিবারপ্লে অফ ম্যাচে তৃতীয় স্থান দখলের সাথে ইমেজ ফিরে পাওয়ার লড়াইয়ে অবতীর্নহবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তবে এখানেও তাদের শক্ত প্রতিপক্ষনেদারল্যান্ডস।ইতোমধ্যে নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন অধিনায়ক থিয়াগোসিলভা। যার অনুপস্থিতিতে ব্রাজিল দলের রক্ষণভাগ তছনছ করে ৭ গোল করতে সক্ষমহয় জার্মানরা। তবে কোয়ার্টার ফাইনালে পিঠের ইনজুরিতে পড়ে মাঠ ছেড়ে যাওয়ানেইমারের দলে ফেরার সম্ভাবনা খুব একটা নেই।সিলভা বলেছেন, বিশ্বকাপেরফাইনালের মতোই আজ শনিবারের ম্যাচটি খেলবে তারা। ডাচদের হারিয়ে কিছুটা হলেওক্ষোভ প্রশমনের আপ্রাণ চেষ্টা করবে ব্রাজিল।

এদিকে তৃতীয় স্থাননির্ধারনী ম্যাচকে খাটো করে দেখছে না নেদারল্যান্ডস। বিশ্বকাপে নিজেদেরঅপরাজয়ের রেকর্ড অক্ষুন্ন রাখার মিশনে শেষ ম্যাচে মাঠে নামবে ডাচরা।সেমিফাইনালে আর্জেন্টিনার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর টাইব্রেকারেপরাজিত হয়ে এখন তৃতীয় স্থান নির্ধারনি ম্যাচে খেলছে এ দলটি।ডাচ দলের কোচলুই ফান গল বলেন, বিশ্বকাপে একটি টার্গেট থাকে,তা হলো ফাইনাল। আমরাদুর্ভাগ্যজনকভাবে ফাইনালে উঠতে পারিনি। তবে ব্রাজিলকেও ছাড় দেয়ার প্রশ্নআসে না।